• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় সকল বাংলাদেশি নিরাপদে আছেন : বাংলাদেশ হাইকমিশন

  আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০১৯, ১৪:৪৫
শ্রীলঙ্কায় বোমা হামলা
শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার ক্যাথলিক গির্জা। (ছবিসূত্র : দ্য টাইমস অব ইসরায়েল)

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় কলম্বোসহ দেশটির বিভিন্ন স্থানের গির্জাসহ অন্তত ৬টি স্থাপনায় আকস্মিক বোমা হামলার ঘটনা ঘটেছে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ বিদেশ পর্যটকসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৫৬ জন। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচ শতাধিক। এ দিন ৩টি গির্জা ছাড়াও আরও প্রায় বেশ কয়েকটি হোটেলেও ঘটানো হয় এই বিস্ফোরণ। -খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আত্মঘাতী এই সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সেখানে থাকা বাংলাদেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশির হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘নির্মম এ হামলায় হতাহত বিদেশিদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যু কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কায় বসবাসরত সকল বাংলাদেশিদের বাসায় বা নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন :- শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে বিস্ফোরণ : নিহত দেড় শতাধিক

কলম্বো ও এর আশপাশে থাকা বাংলাদেশিদের খোঁজখবর জানতে ইতোমধ্যে হাইকমিশনের একটি হট লাইন খোলা হয়েছে; যাতে করে যে কেউ সেই নম্বরে যোগাযোগ করতে পারেন।

হামলায় হতাহতদের খবর জানতে +৯৪৭১২৪০৬৩১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড