• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪ থেকে ২৫ অক্টোবর

২২ দিন ধরা যাবে না ইলিশ

  নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৮
নদীতে ইলিশ আহরণ
নদীতে ইলিশ আহরণ (ফাইল ফটো)

ইলিশের প্রজনন মৌসুমের কারণে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার।

বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হবে আগামী মাস থেকে। সে কারণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় সারাদেশে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বেচা-কেনা ও বিনিময় এবং মজুত নিষিদ্ধ থাকবে।

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ সময় ডিম পাড়তে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এ সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের মতো এবারও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করছে সরকার।

আরও পড়ুন: এ বছরের শেষে চালু হবে ৫-জি

এ সময়ের মধ্যে ইলিশ যেন স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়তে পারে সে সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড