• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুরো দেশ লকডাউনের পরামর্শ দেয়‌নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা : তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৩:৪২
হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের আংশিক কিংবা পুরোটা লকডাউনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন তথ্য অস্বীকার করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এখনই পুরো বাংলাদেশ লকডাউনের কথা বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প‌রি‌স্থি‌তি বুঝেই ব্যবস্থা নেবে সরকার বলেও জানান তি‌নি।

রবিবার (২২ মার্চ) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতি নি‌য়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তি‌নি।

এর আ‌গে, শনিবার বনানীতে নিজ বাসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন (এসডিসিপি)-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে। সেই খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়।

আরও পড়ুন : করোনা প্রতিরোধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

সেই সংবাদ সঠিক নয় বলে দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গতকাল (শ‌নিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোট করে যে নিউজ প্রকাশ হয়েছে এটা ঠিক নয়। এ ধরনের পরামর্শ তারা দেয়নি।

ও‌ডি/এমআই/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড