• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইইডিসিআরের ব্রিফিং হবে না আজ

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১২:৫৯
আইইডিসিআর
ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রবিবার (২২ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে না।

দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজ প্রতিদিনের মতো প্রেস ব্রিফিং হবে না জানিয়ে ডা. ফ্লোরা বলেন, বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল সোমবার (২৩ মার্চ) থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাংবাদিক সম্মেলনে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তোলেন, করোনা প্রতিরোধে তারা জনগণকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বললেও মন্ত্রীর পিছনে ৩৭ জন কেন দাঁড়িয়ে আছেন?

আরও পড়ুন : করোনা প্রতিরোধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

এছাড়া অনেক গণমাধ্যমকর্মীকের উপস্থিতিতে প্রেস ব্রিফিং কতটুকু যুক্তিযুক্ত- এ নিয়ে গেল কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় আর প্রকাশ্যে প্রেস ব্রিফিং না করে ভিডিও কনফারেন্সে তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গেছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড