• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পররাষ্ট্র মন্ত্রণালয়ে করোনা সেল

  নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২০, ১২:১০
পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি : সংগৃহীত

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সেল খোলা হয়েছে। ভাইরাস সংক্রান্ত বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয়ের জন্য এ সেল খোলা হয়।

প্রায় দেড় যুগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. খলিলুর রহমানকে করোনা সেলের প্রধান করা হয়েছে। তার সঙ্গে তিনজন জ্যেষ্ঠ মহাপরিচালককে সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

রুটিন দায়িত্বের অতিরিক্ত হিসেবে তারা করোনা সেলে বিশেষ দায়িত্ব পালন করবেন বলে এ সংক্রান্ত আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ।

বিশ্বের সব মিশনে পাঠানো ওই আদেশে উল্লেখ করা হয়েছে- এখন থেকে করোনা সংক্রান্ত দেশি-বিদেশি যাবতীয় যোগাযোগে ড. খলিলই হবেন ‘ফোকাল পয়েন্ট’, সঙ্গে তার টিম পুরো বিষয়টি সমন্বয় করবে।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। চীনের পর করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। এ কারণে ইউরোপকে এখন করোনার মূল কেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এখন পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইউরোপের দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ব্যাপক হারে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২৬৬ জনে পৌঁছাল। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৬৬০ জনে।

আরও পড়ুন : কোয়ারেন্টাইনের শর্ত না মানলে ৩ মাসের জেল

বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। তিনজনের মধ্যে এখন দুইজন সুস্থ। একজন ছুটি পেয়ে অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। কিন্তু একজনের বাড়িতে সমস্যার কারণে তিনি যেতে পারছেন না। এছাড়া বাকি একজনের এখনো করোনা ভাইরাস নেগেটিভ আসেনি।

এছাড়া বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিরাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড