• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোয়ারেন্টাইনের শর্ত না মানলে ৩ মাসের জেল

  নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২০, ০৮:২০
স্বাস্থ্য অধিদপ্তর
ফাইল ছবি

নভেল করোনা ভাইরাসের প্রেক্ষাপটে কোয়ারেন্টাইনের শর্ত না মেনে চললে জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানায়, শর্ত না মানলে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর জন্য ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’ এর প্রয়োজন হতে পারে।

বিজ্ঞপ্তিতে ওই আইনের বেশ কয়েকটি ধারা তুলে ধরে বলা হয়, এই ধারাগুলো না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদেশফেরত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসারা কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না, অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সবাইকে আইন মোতাবেক এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর শর্ত পালন করতে অনুরোধ করছে। এর ব্যত্যয় হলে শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, আইনে সংক্রামক রোগ যেন বিস্তার না করতে পারে সেজন্য উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন দেশে যাতায়াত করা নিষিদ্ধ করা হয়েছে।

যদি কেউ সংক্রামক রোগ সর্ম্পকে মিথ্যা বা ভুল তথ্য দেয় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আর তার জন্য দুই মাস কারাদণ্ড বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই আইনের অধীনে যে কোনো অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।

উল্লেখ্য, সারা বিশ্বে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। ভাইরাসটির উৎপত্তি চীন থেকে। তবে চীনের সীমা অতিক্রম করে এর মধ্যেই বিশ্বের প্রায় ১২০টি দেশে ছড়িয়ে পড়েছে রহস্যময় এই ভাইরাস। এই ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর তা অত্যন্ত দ্রুতগতিতে। অবশ্য করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয়।

শুক্রবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৪ হাজার ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৮৪ জন। এদের মধ্যে ৬৯ হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে উঠেছেন। খবর ‘সিএনএন’।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড