• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

মৃত্যুর মিছিলে আরও ৩ জন

  নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০১৯, ১২:১৩
দগ্ধ
ঢামেকে চিকিৎসাধীন দগ্ধরা (ছবি : সংগৃহীত)

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১৭ জন।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— রাজ্জাক (৪২) মোস্তাকিম (২১) ও আবু সাঈদ (১৮) । রাজ্জাক কেরানীগঞ্জের হিজতলা চুনকুটিয়ার আবদুর রশিদের ছেলে। মোস্তাকিম রাজশাহীর তানোর উপজেলার মোন্তাজের ছেলে। তবে আবু সাঈদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের কিশোর মোহাম্মদ আসাদ মারা যান।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সকালে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে নয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই ১৫ জনও শঙ্কামুক্ত নন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দগ্ধদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ১৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এবং বাকি আটজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলী এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক জনসহ মোট ১৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : জিয়া এক নম্বর, খালেদা দুই নম্বর রাজাকার : শেখ সেলিম

এ দিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, প্লাস্টিক গলানোর যে মেশিন (বয়লার মেশিন) সেটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড