• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেরানীগঞ্জের আগুনে আশঙ্কাজনক ৩৪ জন  

  নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০১৯, ২২:৪৬
বার্ন ইউনিট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধরা (ছবি : সংগৃহীত)

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ ৩৪ জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের চিকিৎসায় ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে। এছাড়া সবারই শ্বাসনালি পুড়েছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা দগ্ধ সবার প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। যাদের অবস্থা গুরুতর এমন অনেককেই আইসিইউতে নিতে হবে। তাদের রাতে আইসিইউতে স্থানান্তর করা হবে। দগ্ধ ৩৪ জনের সবার অবস্থাই আশঙ্কাজনক। অনেকের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে, কারও কারও শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক বলেন, তবে সবার শরীরের ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন : কাল খালেদার জামিন শুনানি, আজ জ্বালাও-পোড়াও

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের হিজলতলী এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরও দগ্ধ হন অন্তত ৩৭ জন। দগ্ধদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড