• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল খালেদার জামিন শুনানি, আজ জ্বালাও-পোড়াও

  নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭
সুপ্রিম কোর্ট
কড়া নিরাপত্তার মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন (ছবি : সংগৃহীত)

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে শুনানির একদিন আগে কড়া নিরাপত্তার মধ্যেই সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানান, বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে।

তবে আটকের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান, এ ঘটনার সময় তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তিনি।

আরও পড়ুন : প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১, আশঙ্কাজনক বহু

রমনা বিভাগের পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। এর আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড