• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জানুয়ারিতে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

  অধিকার ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ০৫:০৬
শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ (ছবি : সংগৃহীত)

জানুয়ারির শেষ দিকে দেশে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহের আগে আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) থেকেই তাপমাত্রা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবতাব উদ্দীন জানান, আগামী ২১ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি দুই-তিন দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। সেই সঙ্গে রবিবার রাত থেকে তাপমাত্রা এক-দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। অর্থাৎ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিয়েছে চীন

এ দিকে, রবিবার সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে জানুয়ারিতে দেশের ওপর দিয়ে পর পর দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড