• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিয়েছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ০৪:৩৪
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং (ছবি : সংগৃহীত)

মিয়ানমার সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইনের রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থানরত চীনা দূতাবাস।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হুয়ালং ইয়ান এ কথা জানান।

গত ১৭-১৮ জানুয়ারি মিয়ানমার সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফর শেষে দেওয়া ওই যৌথ বিবৃতিতে রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

হুয়ালং ইয়ান জানান, মিয়ানমার সফরকালে প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইন সংকট সমাধানে জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে রাখাইন সংকট সমধানে মিয়ানমারকে তাগিদ দিয়েছে চীন। এ সংকট সমাধানে চীনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন : আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

অন্যদিকে, রাখাইন সংকটের জটিলতা বোঝার জন্য মিয়ানমার চীনকে ধন্যবাদ জানিয়েছে হুয়ালং ইয়ান।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড