• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেমন যেতে পারে আজকের আবহাওয়া

  অধিকার ডেস্ক

১১ এপ্রিল ২০২৪, ১৫:৪৬
আবহাওয়া

দেশের ছয় জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ পবিত্র ইদুল ফিতরের দিনে গরমের মাত্রা অসহনীয় হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার তাপ আজ কমে যেতে পারে। আজ সারা দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজ দিনের তাপমাত্রা তেমন বাড়বে না। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা আছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দেশের অন্যত্রও বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন মনোয়ার হোসেন। তবে ১৪ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়তে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড