• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুপিয়ে ও পুড়িয়ে সৎ মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৬

  নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২০, ১৩:৫০
গ্রেপ্তার
গ্রেপ্তার (প্রতীকী ছবি)

নৃশংসভাবে কুপিয়ে ও পুড়িয়ে রাজধানীর কাফরুলে সীমা নামে এক নারীকে হত্যার ঘটনায় সৎ ছেলেসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২৯ নভেম্বর) সকালে কাফরুলে বাইশটেকির ইমামনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছিল পুলিশ।

স্বামী ও সৎ ছেলে এবং ছেলের বউসহ ইমামনগর এলাকায় বসবাস করতেন সীমা।

জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালেও স্বামী কাজের জন্য বের হয়েছিলেন। কিন্তু এক ঘণ্টা পরই এলাকাবাসীর ফোনে বাসায় এসে বাসার দরজা খুলে সীমার পোড়া মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরেই সৎ ছেলে নাহিদের সঙ্গে সীমার পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে শনিবার (২৮ নভেম্বর) রাতে বাসায় এ বিষয়ে পারিবারিক বৈঠকও হয়। তাদের ধারণা, পারিবারিক বিরোধের কারণেই সৎ ছেলে নাহিদ, সীমাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : স্বপ্নবাজ মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

এ দিকে প্রতিবেশী ও স্বজনরা জানান, সীমাকে কুপিয়ে হত্যার করার পর তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়।

উল্লেখ্য, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড