• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ডিএনসিসি

  নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২০, ১৪:০৮
ঢাকা উত্তর সিটি করপোরেশন
অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ফাইল ফটো)

কালোবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সেইসঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যশস্য ক্রয় ও মজুত না করতে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে সংস্থার পক্ষ থেকে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার উদ্দেশ্যে সবাইকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ডিএনসিসি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল অব্যাহত রেখেছে।

আরও পড়ুন : চাল চুরির বিচারে ৬ মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ

মানুষকে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কালোবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বিভিন্ন এলাকায় কাঁচাবাজারে অতিরিক্ত মূল্য নেওয়ায় দোকানিদের জরিমানা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড