• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

খিলগাঁওয়ে পু‌লিশের স‌ঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১০:৩০
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সোহেল হাওলাদার নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাতে এই বন্দুকযু‌দ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পু‌লিশের দা‌বি। তাদের মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সোহেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা, হত্যা প্রচেষ্টা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে বলে জানতে পা‌রি। এমন খবর পেয়ে আমি ও খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার স্যারের নেতৃত্বে একটি দল শনিবার দিনগত রাতে অস্ত্র উদ্ধার করতে নাগদারপাড় এলাকায় যাই।

‌তি‌নি আরও বলেন, সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের ওপরে গুলি চালালে আমরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এ সময় সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আমাদের থানার উপপরিদর্শক আজিজুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : করোনা প্রতিরোধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

এ ঘটনায় খিলগাঁওয়ে জোনাল সহকারী কমিশনার জুলফিকার আলী ও থানার ওসি মশিউর রহমান আহত হয়েছেন। পরে তারা মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন।

ও‌ডি/এমআই/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড