• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ছিটকে পড়ে নারীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১১
ঢামেক হাসপাতাল
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ মুগদায় প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপা (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর বাড়ি সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকায়। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। ২৬ নম্বর দক্ষিণ রাজার বাগ সবুজবাগে থাকতেন। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

এ বিষয়ে লিপার স্বামী গোলাম কিবরিয়া জানান, পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশা করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলাম, স্টেশনের কাছাকাছি পৌঁছাতেই ছিনতাইকারীরা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে আমার স্ত্রী নিজেকে সামলাতে না পেরে রিকশা থেকে নিচে পড়ে যায়, এতে সে গুরুতর আহত হয় । প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যাই, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : এবার ওয়েস্টিনের মালিকের সঙ্গে পাপিয়ার ভিডিও ভাইরাল

ঢামেকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড