• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবারের বইমেলায় থাকছে দারুণ ১০০টি গ্রন্থ

  শব্দনীল

০৫ জানুয়ারি ২০২০, ১৪:৫৩
ছবি
গ্রন্থ প্রচ্ছদ (ছবি : সম্পাদিত)

ইংরেজি বর্ষপঞ্জির হিসাবে জানুয়ারিতে বছর শুরু হলেও বইপ্রেমীদের শুরু হয় ফেব্রুয়ারিতে। নতুন বইয়ের ঘ্রাণে উন্মাদ শুধু বইপ্রেমীরাই হয় না, হয় কবি, লেখক, সম্পাদক থেকে শুরু করে সাহিত্যাঙ্গনের নানা শ্রেণির মানুষ। কেননা এ সময়ই আয়োজন করা হয় বহু প্রতীক্ষিত ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’।

সপ্তাহ তিন বাদেই সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে এই প্রাণের মেলা। গ্রন্থমেলায় অনেক প্রবীণ লেখকের সাথে নবীন লেখকের বইও প্রকাশ হচ্ছে। ইতোমধ্যে পাঠকরা প্রিয় লেখকদের বই কিনতে তালিকা করতে শুরু করেছে। সেই তালিকা আর একটু সহজ করতে দৈনিক অধিকার নিয়ে এলো ২০২০ গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাওয়া ১০০টি গ্রন্থের নাম। তবে হোক এখান থেকে তালিকার শুরু-

১. গণমাধ্যমের গন্তব্য (প্রবন্ধ ও সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ)- তাজবীর সজীব। ঘাসফুল প্রকাশনী

২. এবং রুদ্র ( কাব্যগ্রন্থ)- মহসিনা সরকার। ঘাসফুল প্রকাশনী।

৩. তিনকোনা কফিনে জলের ডাকটিকিট ( কাব্যগ্রন্থ)- প্রত্যয় হাসান। ঘাসফুল প্রকাশনী

৪. ঈশ্বরের বনবাস ( কাব্যগ্রন্থ)- শওকত সমুদ্র। ঘাসফুল প্রকাশনী

৫. আমার একটি নাম দিও ( কাব্যগ্রন্থ)- মো. সহিদুল ইসলাম রাজন। ঘাসফুল প্রকাশনী

৬. বসন্ত বিবাগী ( কাব্যগ্রন্থ)- আলিমন নেছা মনি। ঘাসফুল প্রকাশনীর

৭. আহত সময়ের বকবক ( কাব্যগ্রন্থ)- রুদ্র নীল। ঘাসফুল প্রকাশনীর

৮. কস্তুরীনামা ( কাব্যগ্রন্থ)- আল আমীন। ঘাসফুল প্রকাশনী

৯. জলঘুঘু ( কাব্যগ্রন্থ)- রুদ্রাক্ষ রায়হান। পরিবার পাবলিকেশন্স

১০. দোআঁশ মাটির কোকিল ( কাব্যগ্রন্থ)- পলিয়ার ওয়াহিদ। অনুপ্রাণন প্রকাশন‎

১১. মায়ের কবরের মতো আমি একা ( কাব্যগ্রন্থ)- অরণ্য আপন। কিংবদন্তী পাবলিকেশন

১২. আওয়াজ ( উপন্যাস)- মোহনা সেতু। ঘাসফুল প্রকাশনীর

১৩. জ্যোৎস্নার নীল নীড় ( উপন্যাস)- শারমিন আক্তার সেজ্যোতি। দাঁড়িকমা প্রকাশনী

১৪. বিষণ্ণ জোছনা ( উপন্যাস)- সাঈদ আজাদ। বায়ান্ন প্রকাশন

১৫. ঘানি ( উপন্যাস)- রবিউল করিম মৃদুল। শুদ্ধ প্রকাশন

১৬. শ্মশানের শরনার্থী ( কাব্যগ্রন্থ)- অয়ন আব্দুল্লাহ। এক ঠোঙা এক ঘুড়ি

১৭. বিরামচিহ্ন ( কাব্যগ্রন্থ)- সালমান হাবীব। পুনশ্চ প্রকাশনী

১৮. রক্ত মাখা চাঁদের আলো অথবা নিজের কথা (মুক্তগদ্য)- জাকির তালুকদার। পেন্ডুলাম প্রকাশন

১৯. সহমানুষ ( উপন্যাস)- এম. ফজলে রাব্বী। নির্বাণ প্রকাশ

২০. লাশকাটা ঘর ( কাব্যগ্রন্থ)- সুশান্ত হালদার। নন্দিতা প্রকাশনী

২১. মার্জিনহীন খাতা ( কাব্যগ্রন্থ)- খোরশেদ মুকুল। হরিৎপত্র প্রকাশন

২২. প্রণয়ের আটপৌরে অসুখ ( কাব্যগ্রন্থ)- অনন্যা জান্নাত। ভিন্নচোখ

২৩. শার্টের বাঁ-কাঁধে ধূলো ( কাব্যগ্রন্থ)- আলমগীর ইমন

২৪. আলোর ফেরিওয়ালা ( উপন্যাস)- মুহাম্মদ বরকত আলী। শব্দভূমি প্রকাশনা

২৫. প্রিয়ংবদা ( গল্পগ্রন্থ)- বোরহান উদ্দীন রব্বানী। দেশ পাবলিকেশন্স

২৬. পিউ কাঁহা ( কাব্যগ্রন্থ)- হাসান রাব্বি। ঘাসফুল প্রকাশনীর

২৭. লণ্ঠনের গ্রাম ( কাব্যগ্রন্থ)- বঙ্গ রাখাল। অনুপ্রাণন প্রকাশন

২৮. রুবি রহস্য ( গল্পগ্রন্থ)- ফারজানা ববি। কেন্দ্রবিন্দু প্রকাশনী

২৯. পৃথিবীর সেরা দশ গণিতজ্ঞ ( শিক্ষামূলক গ্রন্থ)- মিশির হাবিব খান পারভেজ। আলোঘর প্রকাশনা

৩০. জলজ্যোৎস্নার মাখামাখি ( কাব্যগ্রন্থ)- রিয়াজ মোরশেদ সায়েম। হরিৎপত্র প্রকাশন

৩১. লৌকিকতার অলৌকিক মৃত্যু ( কাব্যগ্রন্থ)- আরমান খৈয়াম। হরিৎপত্র প্রকাশন

৩২. পাখি তুমি গান ( কাব্যগ্রন্থ)- লুৎফর হাসান। দেশ পাবলিকেশন্স

৩৩. রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট ( কাব্যগ্রন্থ)- রিক্তা রিচি। অগ্রদূত অ্যান্ড কোম্পানি

৩৪. দেয়ালের ওপাশে ( ছোটগল্প)- আল ফারূক। ঘাসফুল প্রকাশনী

৩৫. যখন মৃত্যু নামে (উপন্যাস)- ইউসুফ রাকিব। হরিৎপত্র প্রকাশন

৩৬. নীল পাখির চিলেকোঠা ( গল্পগ্রন্থ )- সালমা বিনতে শামছ। নোলক প্রকাশন

৩৭. আমতলী, ইতি তোমাকে ( কাব্যগ্রন্থ)- দয়াময় পোদ্দার। হরিৎপত্র প্রকাশন

৩৮. কোকিল ব্যাঙ ও অন্যান্য গল্প ( অনুবাদ গল্পগ্রন্থ)- আবুল কালাম আজাদ। বাবুই প্রকাশনী

৩৯. ভোরপাখির মন খারাপ ( কাব্যগ্রন্থ)- বিশ্বজ্যোতি বড়ুয়া। ঘাসফুল প্রকাশনী

৪০. জোনাকির গান ( গল্পগ্রন্থ)- রাহাতুল রাফি। অন্বয় প্রকাশন

৪১. রঙ মশাল ( উপন্যাস)- মিঠা মামুন। অনিন্দ্য প্রকাশ

৪২. কৃষকনামা ( কাব্যগ্রন্থ)-কৃষক মাহমুদ। আনন্দম প্রকাশন

৪৩. মুয়াজজিন( উপন্যাস)- বাপ্পা আজিজ। প্রচ্ছদ প্রকাশন

৪৪. দণ্ডবিধি ধারা-৩০২ ( উপন্যাস)- সাজ্জাদ কবির। ঘাসফুল প্রকাশনী

৪৫. শেষ দেখায় জল গড়ায় ( কাব্যগ্রন্থ)- মাহমুদ শাওন। ঘাসফুল প্রকাশনী

৪৬. আত্ম পরিচয়ের পদাবলি ( কাব্যগ্রন্থ)- ম. আবদুস সামাদ। আনন্দম প্রকাশন

৪৭. বিভ্রান্তির বেড়াজালে ইসলাম ( বিশ্লেষনমূলক গ্রন্থ)- মাহবুব আলম লাবু। আনন্দম প্রকাশন

৪৮. শেষ ট্রাম এবং তোমার শহর ( কাব্যগ্রন্থ)- ফেরদৌস রুশো। আনন্দম প্রকাশন

৪৯. বিষণ্ন সুন্দর ( কাব্যগ্রন্থ)- সোমা মাহবুব। আনন্দম প্রকাশন

৫০. মেঘের গায়ে মেঘ ( উপন্যাস)- ইসরাত জাহান। আনন্দম প্রকাশন

৫১. কালো দুর্গ ( উপন্যাস)- রুজহানা সিফাত। আনন্দম প্রকাশন

৫২. একমুঠো রোদ্দুর তোমার জানালায় ( অনুকাব্যগুচ্ছ)- লুনা লাবিব। আনন্দম প্রকাশন

৫৩. স্বাধীনতার হাহাকার ( উপন্যাস)- বাউল সাজু। আনন্দম প্রকাশন

৫৪. দ্রোহে দৃপ্ত পদাবলী ( কাব্যগ্রন্থ)- সম্পাদনায় জয়নাল আবেদীন রোজ। ক্যানভাস প্রকাশনী

৫৫. স্বাধীনতার বাঁশিওয়ালা ( কাব্যগ্রন্থ)- সম্পাদনায় মুহান্মাদ জাইদুল ইসলাম। ক্যানভাস প্রকাশনী

৫৬. আমাদের স্বপ্নকাব্য ( কাব্যগ্রন্থ)- সম্পাদনায় রুনা আক্তার স্বপ্না। ক্যানভাস প্রকাশনী

৫৭. চেতনায় বাংলাদেশ ( কাব্যগ্রন্থ)- সম্পাদনায় নাজমুল ইসলাম সীমান্ত। ক্যানভাস প্রকাশনী

৫৮. ধর্ষনদাগ ( কাব্যগ্রন্থ)- সম্পাদনায় আদিল সাদ। ক্যানভাস প্রকাশনী

৫৯. দেহঘুরি ( কাব্যগ্রন্থ)- শ্রী বিষ্ণু পদ মালী। ক্যানভাস প্রকাশনী

৬০. কষ্টের মাঝে নষ্টের জন্ম ( কাব্যগ্রন্থ)- বাদল রায় স্বাধীন। ক্যানভাস প্রকাশনী

৬১. কালের বিপর্যয় ( কাব্যগ্রন্থ)- মোস্তফা কামাল। ক্যানভাস প্রকাশনী

৬২. হৃদয় খঞ্জন ( কাব্যগ্রন্থ)- আনোয়ার-ই-তাসলিমা পৃথা। ক্যানভাস প্রকাশনী

৬৩. না ফেরা বসন্তের ফাগুনমেলা ( কাব্যগ্রন্থ)- সম্পাদনায় নাজমুল ইসলাম সীমান্ত। ক্যানভাস প্রকাশনী

৬৪. চিরকুটে আটকে আছে মন ( গল্পগ্রন্থ)- তাসলিমা কবির রিংকি। বাবুই প্রকাশনী

৬৫. মিতি দ্বিছন্দ ( কাব্যগ্রন্থ)- কাজী কামরুন নাহার। বাবুই প্রকাশনী

৬৬. কাঁটার চোখে জল ( কাব্যগ্রন্থ)- জি এম কামরুল হাসান। বাবুই প্রকাশনী

৬. নোনা জলের কাব্য ( কাব্যগ্রন্থ)- ইসমত আরা। বাবুই প্রকাশনী

৬৮. অনুভবের পাখা ( কাব্যগ্রন্থ)- মুহাম্মদ এ হোসেন। বাবুই প্রকাশনী

৬৯. বত্রিশ নম্বরের দেয়ালে ( কাব্যগ্রন্থ)- মাহমুদা খানম। বাবুই প্রকাশনী

৭০. অবদান ( উপন্যাস)- শাহীন হোসেন। বাবুই প্রকাশনী

৭১. আয়নার উল্টো পাশে ( কাব্যগ্রন্থ)- আরণ্য সুজন। বাবুই প্রকাশনী

৭২. দুধের গাই- এজনামি বাগান ( কাব্যগ্রন্থ)- নকিব মুকশি। চন্দ্রবিন্দু প্রকাশন

৭৩. সিনেমার বাংলাদেশ- সময়, স্বপ্ন ও সম্ভাবনা (চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ )- প্রসূন রহমান। চন্দ্রবিন্দু প্রকাশন

৭৪. দূরত্ব আরও দূরে যাও ( কাব্যগ্রন্থ)- আদিত্য টিটু। চন্দ্রবিন্দু প্রকাশন

৭৫. অক্টোপাসের বউ ( কাহিনীমূল কব্যগ্রন্থ)- সারওয়ার চৌধুরী। চন্দ্রবিন্দু প্রকাশন

৭৬. অমরাবতী ( উপন্যাস)- রাসেল রায়হান। চন্দ্রবিন্দু প্রকাশন

৭৯. হিম বাতাসের জীবন ( গল্পগ্রন্থ)- নাহিদ ধ্রুব। চন্দ্রবিন্দু প্রকাশন

৮০. শ্যামাবউ ( উপন্যাস)- তাইমুর রশিদ শমিক। চন্দ্রবিন্দু প্রকাশন

৮১. চাঁদগাছ এক পায়ে দাঁড়িয়ে ( গল্পগ্রন্থ)- কুশল ইশতিয়াক। চন্দ্রবিন্দু প্রকাশন

৮২. পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ ( কাব্যগ্রন্থ)- শুভ্র সরকার। চন্দ্রবিন্দু প্রকাশন

৮৩. আহব ইদানীং ( উপন্যাস)- হরিশংকর জলদাস। চন্দ্রবিন্দু প্রকাশন

৮৪. অক্টোবর রেইন ( উপন্যাস)- ওয়াসিকা নুযহাত। বইবাজার প্রকাশনী

৮৫. সেদিন ( উপন্যাস)- লামইয়া চৌধুরী। বইবাজার প্রকাশনী

৮৬. কিছুটা প্রেম বাকীটা ভালোবাসা (গল্পসংকলন)- সম্পাদক মনিষা রিফাহ তাসফিয়া। বইবাজার প্রকাশনী

৮৭. কিছু না বলা কথা ( উপন্যাস)- শারমিন আঞ্জুম। বইবাজার প্রকাশনী

৮৮. যেখানে সীমান্ত তোমার আমার ( উপন্যাস)- মারিয়াম কবির। বইবাজার প্রকাশনী

৮৯. এবং তুমি ( উপন্যাস)- ইতি চৌধুরী।

৯০. রহস্যের অন্তরালে (উপন্যাস) মারইয়াম জামিলা। বইবাজার প্রকাশনী

৯১. নাভীর নিকটে সেমেট্রি (কাব্যগ্রন্থ)- জয় জাহাজী। চন্দ্রবিন্দু প্রকাশন

৯২. বাঙালির আফ্রিকা বিজয় ( গবেষণাধর্মী গ্রন্থ)- টি এম কবির হোসেন। কিংবদন্তী পাবলিকেশন

৯৩. ওপরে ( উপন্যাস)- আল বান্না নোমান। কিংবদন্তী পাবলিকেশন

৯৪. ক্ষুধার্ত স্বপ্ন ( গল্প সংকলন)- সম্পদক অঞ্জন হাসান পবন। কিংবদন্তী পাবলিকেশন

৯৫. লাল রিকশা ( কাব্যগ্রন্থ)- জালাল জয়। চৈতন্য প্রকাশন

৯৬. অতিচল্লিশ ইন্দ্রিয়দোষ ( কাব্যগ্রন্থ)- অরবিন্দ চক্রবর্তী। বেহুলাবাংলা প্রকাশন

৯৭. দুঃখের কোনো মাতৃভূমি নেই ( কাব্যগ্রন্থ)- কুশল ভৌমিক। বেহুলাবাংলা প্রকাশন

৯৮. সংরাগের উত্তমপুরুষ জটিলতা ( উপন্যাস)- সোহেইল মুশফিক। বেহুলাবাংলা প্রকাশন

৯৯. পরান বাউলের গল্প ( উপন্যাস)- কামাল মাহমুদ। বেহুলাবাংলা প্রকাশন

১০০. যে শহরে পাখিদের ডানা নেই ( কাব্যগ্রন্থ)- শিবু কুমার ওঝা। হরিৎপত্র প্রকাশন

এছাড়াও এবারের বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে অসংখ্য কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, রম্যগ্রন্থ, থ্রিলার, উপন্যাস, শিশুতোষ’সহ নানা বিষয়ভিত্তিক গ্রন্থ। আপনার পছন্দের বইগুলোর তালিকা তৈরি করেছেন তো?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড