• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

  লাইফস্টাইল ডেস্ক

০৭ জুন ২০১৯, ১৩:০৯
শ্রীমঙ্গল
পর্যটকে মুখরিত শ্রীমঙ্গল; (ফাইল ছবি)

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে চায়ের দেশ খ্যাত সিলেট। বিশেষ করে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দর্শনীয় স্থানগুলো দেখা যাচ্ছে মানুষের ঢল। ঈদের দিনের মতো তৃতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের উপস্থিতে ভরে উঠেছে পুরো শ্রীমঙ্গল।

পর্যটকদের ভ্রমণে পছন্দের শীর্ষে রয়েছে, শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি ৭১, বিটিআরআই, বাংলাদেশ বন্য প্রাণি সেবা ফাউন্ডেশন, নীলকণ্ঠের ১০ লেয়ার চা, চা-কন্যার ভাস্কর্য, টি রিসোর্ট মিউজিয়াম, বাইক্কাবিল, মণিপুরী পাড়ার হস্তশিল্পের দোকানসহ বিভিন্নস্থান। এসব স্থানে বেশি মানুষের ভিড় দেখা যায়।

স্থানীয় কোনো হোটেল, রিসোর্ট বা কটেজের রুম খালি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবগুলো কক্ষই আগাম বুকিং হয়ে গেছে বলে জানান তারা।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহ্বায়ক ও টি হ্যাভেন রিসোর্টের পরিচালক আবু সিদ্দিক মুসা গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটির পরও আমাদের শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্টগুলোতে ভালো পর্যটক আছে। আশা করছি এ রকমভাবে আরও কয়েক দিন যাবে।

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থানে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের উপস্থিতি রয়েছে। পর্যটকেরা যেন আনন্দঘন পরিবেশে ঘুরে বেড়াতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন তারা।

ওডি/এনএম

দেশ কিংবা বিদেশ, পর্যটন কিংবা অবকাশ, আকাশ কিংবা জল, পাহাড় কিংবা সমতল ঘুরে আসার অভিজ্ঞতা অথবা পরিকল্পনা আমাদের জানাতে ইমেইল করুন- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড