• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাতাসেও করোনার ঝুঁকি! বাঁচার উপায় বাতলে দিল ডব্লিউএইচও

  স্বাস্থ্য ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১৮:২৭
করোনা ভাইরাস
বাতাসেও করোনার ঝুঁকি! বাঁচার উপায় বাতলে দিল ডব্লিউএইচও (ফাইল ছবি)

দাবানলের মতো বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। নিত্যদিন এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারিতে রূপ নেওয়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে আমাদের প্রধান হাতিয়ার মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি।

মহামারিতে রূপ নেওয়া এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য প্রথম থেকেই আক্রান্তের হাঁচি ও কাশি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে বলা হয়েছে। তবে এখন এসে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীজুড়ে বাতাসের মাধ্যমেও ভাইরাস ছড়িয়েছে এর প্রমাণ পেয়েছেন তারা।

সম্প্রতি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ার করোনা সংক্রমণ রুখতে গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই গাইডলাইনে বলা হয়েছে-

* প্রথম কথাই ভিড় এড়াতে হবে।

* শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে।

* বাড়িতে যেন আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকে।

* মনে রাখবেন বদ্ধ জায়গায় করোনা সংক্রমণের ঝুঁকি বেশি।

আরও পড়ুন : করোনার মাঝে টমেটো খাবেন যে কারণে

* মাস্ক পরা বাধ্যতামূলক।

* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

* বাড়ি, গাড়ি ও অফিস সব জায়গাই পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।

এছাড়া ভালোভাবে হাত ধোয়ার কথা ভুলে গেলে চলবে না, আর হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে আছে তো?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড