• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া ৫ পরামর্শে জীবাণুমুক্ত করুন মাস্ক

  লাইফস্টাইল ডেস্ক

১৭ মে ২০২০, ২১:৪০
মাস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া ৫ পরামর্শে জীবাণুমুক্ত করুন মাস্ক (ছবি : সংগৃহীত)

ছোট্ট আণুবীক্ষণিক জীব নোভেল করোনা ভাইরাসে তাণ্ডবে ভেঙেচুরে যাচ্ছে পুরো পৃথিবী। সংকটপূর্ণ এই সময়ে প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এই মরণব্যাধির সঙ্গে লড়তে আমাদের প্রধান হাতিয়ার মাস্ক,স্যানিটাইজার, সামাজিক দূরত্ব এসব। এ জন্য করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়ার পাশাপাশি নাক-মুখ ঢাকা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মাস্ক ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মাস্ক পরলে আক্রান্ত হতে পারেন করোনাসহ বিভিন্ন রোগে।

এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিবর্তিত নির্দেশিকায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে। আর ব্যবহার করা মাস্ক জীবাণুমুক্ত করতে পরামর্শ দিয়েছে।

গেঞ্জির কাপড়ের মাস্ক ব্যবহার সবচেয়ে ভালো। যেভাবে মাস্ক জীবাণুমুক্ত করবেন-

* ঘরে ফিরে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলতে হবে। সরাসরি মাস্কে হাত দেওয়া যাবে না। সাবান-পানিতে ভিজিয়ে ধুয়ে নিন। রোদে শুকাতে দিন, তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।

* গরম পানি ও লবণ দিয়ে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করুন।

আরও পড়ুন : বয়স ধরে রাখতে চান? খেতে হবে এই খাবারগুলো

* ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।

* আর যদি ধুয়ে পরিষ্কার না করতে চান তবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। এই মাস্ক একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়।

* একই সঙ্গে বাইরে গেলে দুটি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাঁধা মাস্ক কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে অন্যটি ব্যবহার করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড