• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর ইস্যুতে এবার তুরস্ক সফর বাতিলের ঘোষণা মোদীর

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১৩:২৩
নরেন্দ্র মোদী
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবিসূত্র : দ্য হিন্দু)

ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে ইতোমধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যা নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার নির্যাতিত কাশ্মীরিদের পক্ষ নেওয়া পাকিস্তানকে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশ তুরস্ক।

কেবল তা-ই নয়, আঙ্কারা এরইমধ্যে অঞ্চলটিতে ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে। মূলত এসবের প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুরস্ক সফর অনির্দিষ্টকালের জন্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

এ দিকে সরকারি বিভিন্ন সূত্রের বরাতে কলকাতাভিত্তিক গণমাধ্যম ‘আনন্দবাজার’ জানায়, সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

কাশ্মীর ইস্যুতে ক্ষমতাসীন মোদী সরকারের ভূমিকা প্রসঙ্গে এরদোগান বলেছিলেন, ‘কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির থেকে কখনোই পৃথক করা যাবে না। তাই উভয় পক্ষের আলাপ-আলোচনা এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে এই সমস্যার চূড়ান্ত সমাধান প্রয়োজন। যা কোনোভাবেই সংঘর্ষের মাধ্যমে সম্ভব নয়।’

অপর দিকে রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোদীর তুরস্ক সফর প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘তুর্কি প্রেসিডেন্টের এমন পক্ষপাতসুলভ মন্তব্যকে এখন আর আমলে নিতে চাইছে না ভারত। কেননা কাশ্মীর ইস্যুটি সম্পূর্ণই আমাদের অভ্যন্তরীণ একটি বিষয়।’

আরও পড়ুন :- ভারতীয় অর্থনীতি নিয়ে কমেডি দেখাচ্ছেন মোদী

তিনি আরও বলেছিলেন, ‘কাশ্মীর ইস্যুটি আদ্যতে ঠিক কী অবস্থাতে রয়েছে, এরইমধ্যে তা তুরস্ককে বুঝিয়েও দেওয়া হয়েছে। যাতে করে তারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে পারে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড