• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় অর্থনীতি নিয়ে মোদী কমেডি দেখাচ্ছেন : প্রিয়াঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১১:১১
প্রিয়াঙ্কা গান্ধী
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

ভারতের বর্তমান অর্থনীতির বেহাল দশার কারণে এবার ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাছাড়া সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কটাক্ষেরও কঠিন জবাব দেন তিনি।

শনিবার (১৯ অক্টোবর) এক টুইট বার্তায় দেশব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারকে একহাত নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘সরকারের কাজ হলো ভারতের অর্থনীতির উন্নতি ঘটানো, কোনো কমেডি সার্কাস দেখানো তাদের কাজ নয়।’

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিতের নোবেল পুরস্কার প্রসঙ্গে টুইট বার্তায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘বিজেপি নেতারা নিজেদের কাজ না করে কেবল অন্যের সমালোচনায় ব্যস্ত। এমনকি অন্যদের সাফল্যকেও এক রকম অস্বীকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নোবেল বিজয়ী অভিজিৎ নিজের কাজের প্রতি নিষ্ঠা ও সৎ ছিলেন বলেই আজ তিনি নোবেল পেয়েছেন। কেন্দ্র সরকারের এবার সেই সত্যটাও মেনে নিতে কষ্ট হচ্ছে।’

এ দিকে শুক্রবার (১৮ অক্টোবর) ভারতীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ‘অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জনকারী ভারতীয়-মার্কিন নাগরিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থি। কংগ্রেসের প্রস্তাবিত ন্যূনতম আয়ের প্রকল্প ‘ন্যায়’ মূলত তারই মস্তিষ্ক প্রসূত।’

পীযূষ গোয়েল আরও বলেন, ‘যদিও ভারতীয় ভোটাররা তাদের এসব কর্মকাণ্ডকে এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কোনোদিনই তা গ্রহণ করার প্রয়োজন বলে মনে করেনি।’

অপর দিকে এসব মন্তব্যের জন্য গোয়েলের তীব্র নিন্দা জানিয়ে প্রিয়াঙ্কা তার টুইট বার্তায় লিখেছেন, ‘দেশের অর্থনীতি ক্রমশ ভঙ্গুরের দিকে যাচ্ছে। আপনাদের কাজ ভারতীয় অর্থনীতির উন্নয়ন ঘটানো। কমেডি সার্কাস দেখানো নয়।’

আরও পড়ুন :- পশ্চিমবঙ্গে এনআরসি চালু করবই : অমিত শাহ

এবার এই টুইট বার্তার পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী একটি গণমাধ্যম প্রতিবেদনও পোস্ট করেছেন। যেখানে তাতে দাবি করেন, ‘দেশব্যাপী অটো সেক্টরের চলমান মন্দা ২০১৯ সালের সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড