• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার তুর্কি সেনাদের সিরিয়া ত্যাগের হুমকি আসাদের

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৫:২৯
সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। (ছবিসূত্র : খালিজ টাইমস)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের চলমান সেনা অভিযানে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। যদিও এতে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক কুর্দি সেনাকে ‘নিউট্রালাইজ’ করেছে তুরস্ক। কোনো সন্ত্রাসীকে হত্যা, আটক বা কোনো সন্ত্রাসী আত্মসমর্পণ করলে তুরস্ক নিউট্রালাইজ শব্দটি ব্যবহার করে। তুর্কি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ দিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি থেকে নিজেদের সেনা প্রত্যাহারের পর এবার সেখানে সেফ জোন প্রতিষ্ঠায় কোনো ধরনের সামরিক সহায়তা করা হবে না বলে এরইমধ্যে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও কেবল মার্কিন সেনাই নয় এর পাশাপাশি তুর্কিদেরও অঞ্চল ত্যাগ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

তিনি বলেছেন, ‘মার্কিন সেনাদের পাশাপাশি এবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি সেনাদের বিরুদ্ধে অভিযানে লিপ্ত তুর্কিবাহিনীকেও অঞ্চল ত্যাগ করতে হবে। একই সঙ্গে সিরিয়ায় অবস্থানরত সকল বিদেশি সেনাদের অবিলম্বে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।’

অপর দিকে সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানী দামেস্কে তিনি রুশ প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।

যেখানে তিনি বলেছিলেন, ‘সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি তুর্কি ও মার্কিন সেনা নির্বিশেষে অবৈধভাবে দেশটিতে অবস্থানরত সকল বিদেশি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। কেননা আন্তর্জাতিক আইন মোতাবেক, সিরিয়ার ভূমিতে অবস্থানরত এসব বিদেশি সেনা ‘দখলদার’ হিসেবে চিহ্নিত হয়।’

বিবৃতিতে প্রেসিডেন্ট আসাদ আরও বলেন, ‘আমার জনগণ অচিরেই দখলদার সেনাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। তখন যা আর দমানো যাবে না।’

সাক্ষাৎ শেষে সিরিয়ার অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে পুনর্ব্যক্ত করে ল্যাভরেন্তিয়েভ বলেছেন, ‘এখানকার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় মস্কো এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে অতীতের মতো এখনো অবস্থান নিয়ে আছে। রাশিয়া যা কখনোই মেনে নেবে না।’

আরও পড়ুন :- সিরিয়ায় রাসায়নিক হামলা চালিয়েছে তুরস্ক

এর আগে গত ৯ অক্টোবর সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দিবাহিনীর ওপর সশস্ত্র অভিযান শুরু করে তুরস্ক। বর্তমানে যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি অবস্থাতে থাকলেও থেমে থেমে এখনো তা অব্যাহত আছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড