• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঞ্জাব সীমান্তে উড়ছে পাকিস্তানি ড্রোন, উদ্বিগ্ন ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৫:১৬
ড্রোন
গোয়েন্দা ড্রোন। (ছবি : প্রতীকী)

পাক-ভারত সীমান্ত সংলগ্ন পাঞ্জাব রাজ্যের আকাশসীমায় একটি পাকিস্তানি গোয়েন্দা ড্রোনকে উড়তে দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুর হুসেনিওয়ালা সীমান্তের চেকপোস্ট সংলগ্ন এলাকায় ড্রোনটিকে সনাক্তের পর থেকেই নজরদারি বাড়িয়ে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিএসএফ কর্মকর্তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এইচকে টাওয়ার চেকপোস্ট সংলগ্ন এলাকায় কর্তব্যরত জওয়ানরা তাদের নজরদারি চালাচ্ছিলেন। সে সময় মোট পাঁচবার পাকিস্তানের সেই ড্রোনটিকে পাঞ্জাবের আকাশে উড়তে দেখা যায়।

এ দিকে সীমান্তে অবস্থানরত সেনা কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমে ‘এনডিটিভি’ জানায়, সোমবার রাত ১০টার দিকে সীমান্তের ওপারে পাকিস্তানের মাটিতে প্রথমে ড্রোনটিকে উড়তে দেখা যায়। পরে রাত ১০টা থেকে ১০টা ৪০ এর মধ্যে অন্তত চারবার সেটিকে একই এলাকায় উড়তে দেখা যায়।

পরবর্তীকালে রাত ১২টা ২৫ মিনিটে ড্রোনটি ফের আকাশে উড়তে উড়তে সীমান্ত অতিক্রম করে সোজা ভারতে প্রবেশ করলে সেখানে অবস্থানরত জওয়ানরা বিষয়টি বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করেন।

অপর দিকে মঙ্গলবার সকাল থেকেই এলাকাটিতে বিএসএফ জওয়ান ও পাঞ্জাব পুলিশের পাশাপাশি অভিযান পরিচালনা করছে ভারতীয় অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো।

আরও পড়ুন :- রাজনীতিতে ফিরছেন পারভেজ মুশাররফ, মুখ খুললেন কাশ্মীর ইস্যুতে

বিএসএফের অভিযোগ, ড্রোন ব্যবহারের সাহায্যে পাকিস্তানি জঙ্গিরা ভারতে অস্ত্র পাঠানোর চেষ্টা চালাচ্ছে। যে কারণে এলাকাটিতে এরই মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কেননা এর প্রায় সপ্তাহ খানেক আগেও পাক জঙ্গিরা দুটি ড্রোন ব্যবহার করে সীমান্তে অস্ত্র পাচার করেছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড