• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাকির নায়েককে ফেরত চান না মোদী, দাবি মাহাথিরের

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩
ড. জাকির নায়েক
ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েক। (ছবিসূত্র : ডিএনএ ইন্ডিয়া)

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েককে দেশে ফিরিয়ে নিতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মালয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'জাকির নায়েককে দেশে ফিরিয়ে নেওয়ার কোনো অনুরোধ করেননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসে শুরুতে রাশিয়ায় আমাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইস্যুটি নিয়ে কোনো আলোচনাই হয়নি।'

৫৩ বছর বয়সী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক বক্তা জাকির নায়েক ২০১৬ সালে ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান। মূলত তখন থেকেই তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে অবস্থান শুরু করেন। পরবর্তীতে সেখানেই তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী মাহাথির বলেন, 'ধর্মপ্রচারক ড. জাকির নায়েককে ফিরিয়ে দিতে দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক নোটিশ থাকা সত্ত্বেও; প্রধানমন্ত্রী মোদী এখনো আমার কাছে বিষয়টি নিয়ে কোনো অনুরোধ জানাননি।'

মোদী-মাহাথির বৈঠক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

যদিও একই দিন রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয় প্রধানমন্ত্রীর এসব বক্তব্য নিয়ে মুখ খুলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, 'ভ্লাদিভস্ট অনুষ্ঠিত অর্থনৈতিক ফোরামে উভয় নেতার মধ্যে হওয়া বৈঠকে জাকির নায়েকের ইস্যুটি উঠেছিল। তাছাড়া বিতর্কিত এই ধর্মপ্রচারককে ফিরিয়ে দিতে গত জানুয়ারি মাসেই মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ভারত।'

গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত উভয় নেতার মধ্যকার বৈঠকের বিষয়টি নিশ্চিত করে দিল্লির সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র বলেছেন, 'বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে জাকির নায়েকের ইস্যুটি উত্থাপন করেছিলেন মোদী। যেখানে ভারতের সেই প্রস্তাবকে ভেবে দেখা হচ্ছে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মাহাথির।'

যদিও মালয় রেডিও স্টেশনকে 'বিএফএম ৮৯.৯' দেওয়া সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, 'বর্তমানে খুব বেশি দেশ নেই যারা তাকে (জাকির নায়েক) নিতে চায়। মোদীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তবে তিনি জাকির নায়েককে দেশে ফেরাতে চাননি।'

আরও পড়ুন :- ৭০০ ফুটের কেক ও দেড় কেজি সোনার মুকুটে মোদীর জন্মদিন উদযাপন

জাকির নায়েককে বর্তমানে অন্য দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে প্রধানমন্ত্রী মাহাথির বলেন, 'আমরা তাকে অন্য দেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছি। যদিও কোনো দেশই এই মুহূর্তে তাকে গ্রহণ করতে ইচ্ছুক নয়।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড