• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪০ অভিবাসীর মৃত্যুশঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০১৯, ০৮:৩৩
লিবিয়ায় নৌকাডুবি
লিবিয়া উপকূলে ডুবে যাচ্ছে অভিবাসীদের বহনকারী নৌকা। (ছবিসূত্র : দ্য মিরর)

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। যদিও এতে এখন পর্যন্ত পাঁচ মরদেহসহ কমপক্ষে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

এ দিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া লিবিয়া কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম বলেছেন, 'মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাতে মর্মান্তিক এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া অনেক লোককে এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে।

অপর দিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরবর্তী দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। তাছাড়া জীবিত অভিবাসীদের এরই মধ্যে স্থানীয় দাতব্য সংস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের মধ্যে অধিকাংশই সুদানি নাগরিক। তাছাড়া উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে তিনজন মরক্কোর, একজন সোমালিয়ান এবং অন্যজন সুদানি নাগরিক।

আরও পড়ুন :- ঘূর্ণিঝড় থামাতে পরমাণু বোমা ব্যবহারের পরামর্শ ট্রাম্পের

ভূমধ্যসাগরে দুর্ঘটনায় পড়ার সময় নৌকাটিতে প্রায় শতাধিক অভিবাসী অবস্থান করছিলেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড