• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

  আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০১৯, ১৬:০০
জাস্টিন ট্রুডো
কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। (ছবিসূত্র : রয়টার্স)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার (১১ আগস্ট) এক টুইট বার্তায় তিনি বলেন, 'যেসব মুসলমানরা পবিত্র ঈদুল আজহা ও হজ পালন করছেন, তাদের সবাইকে ঈদ মুবারক।'

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পাঠানো ভিডিও বার্তায় ট্রুডো বলেছেন, 'আস-সালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের মুসলমানরা পবিত্র হজ পালন ও ঈদ উদযাপন করছেন।'

কানাডীয় প্রধানমন্ত্রী আরও বলেন, 'পবিত্র এই দিনটি হলো প্রার্থনার জন্য সবার একত্রিত হওয়ার, একসঙ্গে খাবার খাওয়া এবং জীবনের অনুগ্রহকে উদযাপন করার একটি উপলক্ষ।'

দেশটির ২৩তম এই প্রধানমন্ত্রী বলেন, 'এটা আমাদের কুরবানির শিক্ষা, মূল্যবোধ, করুণা, উদারতার প্রতিফলন ঘটানোর বড় একটি সুযোগ। আর সেই মূল্যবোধের সবচেয়ে উত্তমটাই আমাদের সারাবছর দেখিয়েছেন কানাডীয় মুসলমানরা। তারা স্থানীয় বিভিন্ন দাতব্য কাজে সহায়তা প্রদান করছেন এবং প্রতিবেশীদের দুঃসময়ে আন্তরিকতার সঙ্গে পাশে এসে দাঁড়িয়েছেন।'

ট্রুডো

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর টুইটারে অ্যাকাউন্ট থেকে পাঠানো ভিডিও বার্তা। (ছবিসূত্র : টুইটার)

আরও পড়ুন :- সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ট্রুডো আরও বলেন, 'আজ গোটা বিশ্বের মতো কানাডীয় মুসলমানদের পবিত্র ঈদ উদযাপন করার দিন। আমাদের দেশটি গড়তে তারা প্রচুর অবদান রেখেছেন। কাজেই আমার পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও সবাইকে চমৎকার এই দিনটি উদযাপনের আহ্বান জানাচ্ছি।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড