• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রিসে মুক্তিপণের দাবিতে আটক বাংলাদেশিসহ ১৯ অভিবাসী উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই ২০১৯, ০৯:৪১
গ্রিসে উদ্ধারকৃত বাংলাদেশি
গ্রিসে আটক অবস্থা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকরা। (ছবিসূত্র : দ্য ডন)

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ গ্রিসে মুক্তিপণ দাবিতে আটক বাংলাদেশি ও পাকিস্তানি ১৯ নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের দাবি, তারা কাগজপত্রবিহীন ১৯ জন বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীকে জিম্মিদশা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয় একটি পাচারকারী চক্র মুক্তিপণের দাবিতে তাদের সবাইকে উত্তরাঞ্চলীয় প্রদেশ ভলভির পরিত্যক্ত গুদামে বন্দি করে রেখেছিল। পরে গত সোমবার (২২ জুলাই) বিশেষ অভিযানের মাধ্যমে এসব অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম 'কাথিমেরিনি'।

এর আগে পুলিশ সদস্যরা ২৬ বছর বয়সী এক পাকিস্তানি গ্যাং সদস্যকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে তার কাছ থেকে আদায় করা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে জিম্মি বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের উদ্ধার করা হয়। তবে এতে চক্রটির আর কোনো সদস্যকে গ্রেফতার করা যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, বিভিন্ন সময় বাংলাদেশ ও পাকিস্তান থেকে এই ১৯ জন অভিবাসন প্রত্যাশী গ্রিসে যায়। পরবর্তীতে তারা তুর্কি সীমান্তের মাধ্যমে থেসালোনিকি শহরের উত্তরাঞ্চলীয় বন্দরে যাওয়ার জন্য পাচারকারীদের অর্থ প্রদান করেছিল।

আরও পড়ুন :- অভিবাসীদের পুনর্বাসনে সম্মত ইউরোপের ৮ দেশ

যদিও পরে তাদের বন্দি বানিয়ে ভলভি শহরে ফেরত আনা হয় এবং পাচারকারীরা অভিবাসীদের দেশে থাকা পরিবার সদস্যদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে জিম্মি অবস্থা থেকে এসব লোকদের উদ্ধার করে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড