• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ড্রোন ভূপাতিত করাই ইরানের বড় ভুল : ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন ২০১৯, ০৬:৫৫
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : ফক্স নিউজ)

হরমুজ উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালক বিহীন স্পাই ড্রোন ভূপাতিতের মাধ্যমে ইরান এক বড় ধরনের ভুল করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২০ জুন) মার্কিন প্রেসিডেন্টের করা টুইটের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা 'রয়টার্সে'।

টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'মার্কিন নৌবাহিনীর বিভিন্ন সামগ্রী বহন করে ড্রোনটি আন্তর্জাতিক পানি সীমার অভ্যন্তরে আবর্জনার স্তূপে ফেলতে গেলে তা ভূপাতিত করা হয়।' যদিও ইরানের দাবি, 'অবৈধভাবে তেহরানের আকাশ সীমায় প্রবেশ করায় এই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।' তবে যুক্তরাষ্ট্র বলছে, 'ভূপাতিত করার সময়ে ড্রোনটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক পানি সীমাতেই ছিল।'

এ দিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেছেন, 'মার্কিন বিমান ইরানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ আমরা বিষয়টি জাতিসংঘে নিয়ে যাব। আমরা কখনই যুদ্ধ চাই না; তবে অবশ্যই যেকোনো মূল্যে আমরা আমাদের আকাশ, ভূমি আর পানি সীমা রক্ষা করব।'

অপর দিকে তেহরানের পক্ষ থেকে এমন বার্তা আসার পরপরই ফিরতি টুইট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে তিনি বলেন, 'ইরান বড় ধরনের ভুল করেছে। যার ফল অবশ্যই তাদের ভোগ করতে হবে।' পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের জন্য বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকেরা প্রেসিডেন্টের কাছে ইরানের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে তা জানতে চান। এ সময় ট্রাম্প বলেন, 'আমরা খুব দ্রুতই তা নির্ধারণ করব।’

আরও পড়ুন :- আবারও নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন ট্রাম্প

এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতির পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র নিজেদের বের করে নেন। একই সঙ্গে চুক্তিটিকে একটি অকার্যকর বলে উল্লেখ করে তেহরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর পরপরই এই দুদেশ মধ্যকার সম্পর্কে এক বৈরিতা দেখা দেয়, যা এখনও অব্যাহত আছে। বর্তমানে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড