• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান-মার্কিন যুদ্ধে পুড়ে গ্রাস হবে মধ্যপ্রাচ্য, হিজবুল্লাহর হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন ২০১৯, ১৫:৪৬
হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ
কুদস দিবস উপলক্ষে ভাষণ দিচ্ছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ। (ছবিসূত্র : দ্য স্পুটনিক)

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন যুদ্ধের আশঙ্কা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ। শুক্রবার (৩১ মে) রাতে কুদস দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্র, সৌদি ও ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, ‘যুদ্ধ শুরু হলে তা কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এই যুদ্ধের আগুন গোটা মধ্যপ্রাচ্যকেই পুড়ে গ্রাস করবে।’

হাসান নাসরুল্লাহ আরও বলেন, ‘মার্কিন বাহিনীর দ্বারা অঞ্চলটির যদি কোনো ধরণের স্বার্থ বিনষ্ট হয় তাহলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল এবং সৌদি আরবকে অবশ্যই এর কঠিন মূল্য দিতে হবে।’

এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতির পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র নিজেদের বের করে নেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে একটি অকার্যকর বলে উল্লেখ করে তেহরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। যদিও এর পরপরই এই দুদেশ মধ্যকার সম্পর্কে এক বৈরিতা দেখা দেয়।

এ দিকে ওয়াশিংটনের দেওয়া এই ঘোষণার বর্ষপূর্তির দিনে চুক্তিটি থেকে আংশিক সরে আসার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানায় তেহরান। মূলত এরপর ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধির অংশ হিসেবে গত সপ্তাহে উপসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ ও ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন শুরু থেকেই তেহরানের হুমকি মোকাবিলায় এমন পদক্ষেপ গ্রহণ করেছে বললেও ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারংবার ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরুর অভিযোগ এনেছে।

গত শুক্রবারের ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে এতে সমগ্র মধ্যপ্রাচ্য পুড়বে। যার ফলে যুক্তরাষ্ট্রের সকল সেনা ও তাদের সব ধরণের স্বার্থ পুরোপুরি নির্মূল হয়ে যাবে।’

তিনি আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার গোয়েন্দা বাহিনী এটা খুব ভালোভাবেই জানে যে, ইরানের সঙ্গে যুদ্ধের পরিণতি সরূপ মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ ও মার্কিন সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাছাড়া সৌদির শাসক গোষ্ঠী ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের মতো যারা পেছন থেকে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে তাদেরকে এই যুদ্ধের পরিণাম ভোগ করতে হবে।’

হাসান নাসরুল্লাহ এও বলেন, ‘ইরানের বিরুদ্ধে মার্কিনীদের যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের মূল্য ২০০ থেকে ৩০০ ডলার হবে। তাই তেমনটা ঘটলে ট্রাম্প আগামী ২০২০ সালের নির্বাচনে হেরে যাবে। যে কারণে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কখনই যুদ্ধে জড়াবে না।’ তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’-কে ফিলিস্তিনি নাগরিকদের অধিকার হরণের একটি ষড়যন্ত্র উল্লেখ করে তা মোকাবিলায় যেকোনো পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন :- জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরে ওআইসি’র নিন্দা

বর্তমানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি বেড়েছে উল্লেখ করে নাসরুল্লাহ বলেন, ‘আমরা মিথ্যা বলছি না। আমি আবারও গোটা বিশ্বের সামনে বলছি; আমাদের কাছে যেকোনো লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার মতো যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন সম্ভব।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড