• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিতর্ককে পাশ কাটিয়ে বিজেপির টিকেটেই গম্ভীরের জয়

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০১৯, ০৫:৩৮
গৌতম গম্ভীর
ভারতের সাবেক ক্রিকেটার ও বিজেপির সাংসদ গৌতম গম্ভীর। (ছবিসূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড)

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী দিল্লির পূর্বাঞ্চল থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ও দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

যেখানে তিনি কংগ্রেস মনোনীত প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এক সময়কার জনপ্রিয় এই ক্রিকেটার।

সদ্য ক্রিকেট থেকে রাজনীতিতে এসেই নিজের নামের পাশে নানা কালিমা লেপন করেন তিনি। আইপিএলের গত আসরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝগড়া বাঁধান সাবেক এই ক্রিকেটার। যে কারণে এবারের নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকেন দেশটির বিরোধী রাজনৈতিকরা।

কখনও আপ পার্টির প্রার্থী অতশীর নামে অশ্লীল বাক্য লেখা লিফলেট বিলি, আবার কখনওবা নিজের দুটি ভোটার আইডি (আঁধার কার্ড) ইত্যাদি নানা বিতর্কে জড়ান নিজেকে গম্ভীর। তবে এত কিছুর পরও একচেটিয়াভাবে জয়ী হলেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের এ তারকা ওপেনার।

চলতি লোকসভার ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৬ লাখ ৯৬ হাজারের অধিক ভোট। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলি পেয়েছেন মাত্র ৩ লাখ ৪ হাজারের কিছু বেশি ভোট। আর আপ পার্টির অতশী পেয়েছেন বাকি ২ লাখ ১৯ হাজারের মতো ভোট।

আরও পড়ুন :- টানা জয়ে মোদী সরকারকে বিশ্বনেতাদের শুভেচ্ছা

এ দিকে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের বিপুল এই জয়ে তাকে দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়।

সূত্র : ইন্ডিয়া টুডে

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড