• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ

নিউজিল্যান্ডে তুর্কি প্রেসিডেন্টের সমালোচনা

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ১৩:০৩
এরদোগানে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। (ছবিসূত্র : দ্য ভক্স)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৃথক মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ মুসল্লি নিহতের ঘটনার ভিডিও প্রকাশ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর সমালোচনা করেছে নিউজিল্যান্ড সরকার। একইসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃততে ‘তুর্কি প্রেসিডেন্ট ভীষণ অন্যায্য কাজ করেছেন’ বলেও মন্তব্য করেন। খবর রয়টার্সের।

সোমবার (১৮ মার্চ) তুরস্কের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হামলাকারীর সম্প্রচারিত হত্যাকাণ্ডের লাইভ ভিডিওর কিছু অংশ এবং তার তথাকথিত ইশতেহারের অংশ বিশেষ উপস্থাপন করেছিলেন এরদোগান। তখন অন্তত তিনটি সমাবেশে ভিডিওর কিছু অংশ এবং হামলাকারীর এই ইশতেহারের নির্বাচিত অংশগুলো তুলে ধরা হয়।

মূলত এ কারণেই তুর্কি প্রেসিডেন্টের সমালোচনায় সরব হন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তিনি বলেন, ‘এরদোগান নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ভিডিও নির্বাচনি সমাবেশে দেখিয়ে ভীষণ অন্যায্য কাজ করেছেন। এ কাজের জন্য অবশ্যই তাকে খুব শিগগিরি জবাবদিহিতার আওতায় আসতে হবে।’

উইনস্টন পিটার্স আরও বলেন, ‘সেই ভিডিও দেখানোর কারণে দেশে-বিদেশে অবস্থান করা নিউজিল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যেখানে অভিযুক্ত নিউজিল্যান্ডের নাগরিক নয়, সেখানে এমনভাবে ভিডিও প্রচার করা হলে তা নিউজিল্যান্ডকে ভুলভাবে উপস্থাপন করা হবে।’

এর আগে এক নির্বাচনি সমাবেশে এরদোগান দাবি করেছিলেন, ‘নিউজিল্যান্ডের পৃথক মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্ট প্রথমে তুরস্কে হামলা করতে চেয়েছিল। হামলাকারী বলেছে ইউরোপে তুর্কি নাগরিকদের কোনো ঠাঁই নেই।’

তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই বন্দুকধারী আমাদের দেশ, জাতি ও আমাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইসলাম বিদ্বেষের উত্থান রোধে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া।’

আরও পড়ুন :- মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের আঘাতে হাজার লোকের মৃত্যুশঙ্কা

তুর্কি প্রেসিডেন্ট এও বলেছেন, ‘ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী বলেছে- সে ইউরোপের মাটি থেকে তুর্কি মুসলমানদের উৎখাত করতে চায়। হামলাকারী আরও বলেছে, আমরা শুধু আনাতোলিয়ায় (তুরস্কের এশিয়া অংশ) থাকতে পারব। আমার ইউরোপীয় অংশে যেতে পারব না। এ নিয়ে চিন্তা করার আপনি কে? আমাদের সিদ্ধান্ত অবশ্যই আমরা নিতে পারি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড