• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলম্বিয়ায় আত্মঘাতী বোমা হামলা, চালকসহ নিহত ৯ পুলিশ ক্যাডেট

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ১০:৩০

কলম্বিয়া
কলম্বিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত (ছবি: সম্পাদিত)

কলম্বিয়ার রাজধানী বোগোতায় পুলিশ একাডেমিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৪ জন।

বৃস্পতিবার (১৭ জানুয়ারি) বোগোতায় জেনারেল সান্তান্দার পুলিশ একাডেমিতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় নিযুক্ত তদন্তকারীরা বোমা বহনকারী গাড়ির চালকের পরিচয় জানতে পেরেছেন। তার নাম জোসে আলদেমার রোজাস রোদ্রিগেজ (৫৭)। এ ঘটনায় নিহত হয়েছেন চালক জোসে। নিহতদের বাকি নয়জন পুলিশ ক্যাডেট বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল নেস্টর হামবার্তো মার্তিনেজ।

আরও পড়ুন:

নিউইয়র্কের রেস্তোরাঁয় হাতুড়ির আঘাতে বাবুর্চির মৃত্যু

সাংবাদিক হত্যার দায়ে রাম রহিমের যাবজ্জীবন

জেনারেল বলেন, হামলায় ব্যবহৃত গাড়িটি ৮০ কেজি শক্তিশালী পেনটোলাইট বিস্ফোরক বোঝাইকৃত ছিল। এ ধরনের বিস্ফোরক এর আগে কলম্বিয়ার বিদ্রোহী গেরিলা গোষ্ঠীদের ব্যবহার করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ শোনা যায়। শব্দের তীব্রতা এত বেশি ছিল যে সে সময় পুলিশ একাডেমির লাগোয়া ভবনগুলোর জানালার গ্লাসও ভেঙে যায়।

২০১৬ সালে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তির পর দেশটির রাজধানীতে এই প্রথম কোনো বড় ধরনের হামলা হলো। তবে এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এ সন্ত্রাসী কাজে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের বিচারের মুখোমুখি করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইভান ডিউক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড