• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক হত্যার দায়ে রাম রহিমের যাবজ্জীবন

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০১৯, ০২:৪৪
ধর্মগুরু রাম রহিম
ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন। (ছবি : সম্পাদিত)

সাংবাদিক হত্যার দায়ে ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির সিবিআই বিশেষ আদালত।

২০০২ সালে করা এক মামলায় রাম রহিমসহ আরও ৩ জনকে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) এ কারাদণ্ডাদেশ দেন পঞ্চকুলার সেই আদালত। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ১১ জানুয়ারি সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিং ১৭ বছরের পুরনো এ হত্যা মামলায় রাম রহিম, কুলদীপ সিং, কৃষ্ণন লাল এবং নির্মল সিংকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় সংবিধানের ৩০২ ধারা (হত্যা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। যদিও বর্তমানে রোহতাকের সুনারিয়া কারাগারে ২০ বছরের কারাবাসে আছেন দেশটির স্বঘোষিত এ ধর্মগুরু।

উল্লেখ্য, ২০০২ সালে সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি এক প্রতিবেদনে ধর্মগুরু রাম রহিমের ডেরায় নারীদের যৌন হেনস্তার বিষয়টি তুলে ধরেছিলেন। আর এর কিছুদিন পরেই একই বছরের অক্টোবর মাসে নিজ বাড়ির প্রাঙ্গণে আততায়ীদের গুলিতে হয়ে মারা যান এ সাংবাদিক।

মূলত এরপরই রাম রহিমসহ আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০০৭ সালে এ মামলায় তদন্তের দায়িত্বভার আসে সিবিআইয়ের হাতে। এবার সেই মামলায় রহিমসহ আরও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড