• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতেও তীব্র ভূকম্পন অনুভূত

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২১, ১১:১১
উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতেও তীব্র ভূকম্পন অনুভূত
ভূমিকম্পে বিধ্বস্ত সড়ক (ফাইল ছবি)

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের পাশাপাশি শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকাতেও অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানা গেছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য মতে, রিখটার স্কেলে এবারের ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। কম্পনটি অনুভূত হয় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে। ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীর থেকে ভূ-কম্পন অনুভূত হয় কলকাতা শহর পর্যন্ত। এছাড়া আসাম ও ত্রিপুরাতেও এই ভূকম্পন অনুভূত হয়েছিল।

আরও পড়ুন : ইয়েমেনে ১৩ লাখ মানুষের মৃত্যুশঙ্কা জাতিসংঘের

এ দিকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, বরগুনা, নোয়াখালিসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ৫টা ৪৫ এর দিকে কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

প্রাথমিকভাবে ভূকম্পনের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানা গেছে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয়।

আরও পড়ুন : জেরুজালেমে আরও ৩ হাজার বসতি নির্মাণের পথে ইসরায়েল

যদিও এবারের ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত অঞ্চলগুলোতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড