• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাক-সিরিয়ায় মিশনের মেয়াদ বাড়াল তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১৩:০১
ইরাক-সিরিয়ায় মিশনের মেয়াদ বাড়াল তুরস্ক
মধ্যপ্রাচ্যে মোতায়েন তুরস্কের সেনা সদস্যরা (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তঃ সীমান্ত অভিযান জোরদারে তুরস্কের সামরিক বাহিনীর মিশন আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে তুর্কি পার্লামেন্ট। ইরাক-সিরিয়া ইস্যুতে মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রথমবার সামরিক বাহিনীর সময়সীমা বাড়াল দেশটি। যদিও পদক্ষেপটির বিপক্ষে এরই মধ্যে অবস্থান নেয় রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।

ইরাক ও সিরিয়ায় তুর্কি সৈন্যদের সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে পার্লামেন্টে এক ভাষণে সিএইচপির নেতা কামাল প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানকে প্রশ্ন করেন, আপনি আমাদেরকে বিষয়টি নিয়ে কিছুই বলবেন না। অথচ আরও দুই বছরের সময় বাড়াতে ভোট দিতে বলেন। কিন্তু কেন?

ইরাকি ভূখণ্ডে তুর্কি বাহিনী মোতায়েনের বিরুদ্ধে ২০০৩ সালেও ভোট দিয়েছিল এই সিএইচপি পার্টি। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এরদোগানকে সমর্থন করায় তুর্কি সৈন্যরা দেশটিতে অবস্থান গ্রহণ করেন।

আঙ্কারা যেসব গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছে এদের বিরুদ্ধে আন্তঃ সীমান্ত অভিযান পরিচালনার জন্যই সময়সীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন : আইএসআইয়ের শীর্ষ পদে পরিবর্তন

উল্লেখ্য, তুর্কি সেনাবাহিনী সিরিয়ার সবশেষ বিদ্রোহী উত্তরাঞ্চলে অবস্থান করছে। এছাড়া ইরাকে তুরস্কের বাহিনী আছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড