• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের ভয়ংকর রূপে স্পেনের আগ্নেয়গিরি

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১১:৩৫
ফের ভয়ংকর রূপে স্পেনের আগ্নেয়গিরি
বিস্ফোরণের পর আগ্নেয়গিরি থেকে লাভার স্রোত বইছে (ছবি : প্রতীকী)

স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরিটি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নতুনভাবে আবার ব্যাপক লাভার উদগীরণ শুরু হয়েছে। ফলে আগে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি এখন সেসব এলাকায়ও লাভা পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত পাঁচ সপ্তাহ যাবত আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত হচ্ছে। খবর ডেইলি মেইলের।

সোমবার (২৫ অক্টোবর) ভোরে আগ্নেয়গিরিটিতে থেকে গলিত পাথরের একটি নতুন নদী বেরিয়ে আসে। ক্যানারি দ্বীপপুঞ্জ ভলকানোলজি ইনস্টিটিউট এটিকে একটি বিশাল লাভার ফোয়ারা হিসেবে বর্ণনা করেছে। পাহাড়ের নিচে গড়িয়ে পড়া লাভার নদীগুলো প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইনস্টিটিউটের গবেষক পেড্রো হার্নান্দেজ পাবলিক ব্রডকাস্টার আরটিভিইকে বলেন, আমরা একটি নতুন পর্যায়ের মধ্যে রয়েছি, যা অনেক বেশি তীব্র।

অগ্নুৎপাতের ফলে আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোর ওপর ছাই মেঘ দেখা গেছে। নতুনভাবে লাভা উদগীরণ হওয়ায় কী নির্দেশনা আসে সে অপেক্ষায় আছে সেখানকার বাসিন্দারা। এ দিকে কর্তৃপক্ষ আরও অধিক সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে।

কর্তৃপক্ষের উদ্ধার তৎপরতার কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উত্তপ্ত লাভায় এরই মধ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে দুই হাজারের বেশি বিল্ডিং ও নয়শ হেক্টর কৃষি জমি ধ্বংস হয়ে গেছে। দ্বীপটির ৮৫ হাজার পাঁচশত মানুষের মধ্যে সাত হাজার পাঁচশ অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন : ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৫ (ভিডিয়ো)

উল্লেখ্য, গেল রবিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে দেশটির ক্যানেরি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে কুম্ব্রে ভিজা জাতীয় উদ্যানের কাছে একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যানেরি দ্বীপগুলোর মধ্যে সব চেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। এখানে এক সপ্তাহ কম্পনের পর অগ্নুৎপাতের ঘটনাটি ঘটে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড