• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ০৯:২৫
ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৫
বিস্ফোরণের পর আগুনে পুড়ছে আতশবাজির দোকান (ছবি : নিউজ ১৮)

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অনেক লোক। মঙ্গলবার (২৬ অক্টোবর) কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরের একটি দোকানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে- নিহতরা সকলেই দোকানের মালিক ও কর্মচারী। দিওয়ালিকে সামনে রেখে দোকানে প্রচুর পরিমাণে আতশবাজি মজুদ করা হয়েছিল।

তিনি আরও বলেন, বিস্ফোরণে আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য কাল্লাকুরিছি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হঠাৎ বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : মিশরে চার বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার

এ দিকে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। এবার নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে আহতের উন্নত চিকিৎসার জন্য এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড