• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, ১৪:৩৫
প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই
সদ্য প্রয়াত প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল (ছবি : সিবিএস নিউজ)

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই। মহামারি কোভিড পরবর্তী জটিলতায় সোমবার (১৮ অক্টোবর) ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠানো বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, কলিন পাওয়েল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা একজন অসাধারণ মানুষ, প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি।

এ সময় তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, কলিন পাওয়েল করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ গ্রহণ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, কলিন পাওয়েল বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলের সক্রিয় সদস্য হিসেবে ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যে কি-না যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের পদেও দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, কলিন পাওয়েল ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কে

এরপর ১৯৮৯ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। এছাড়া ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড