• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কে

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, ১৪:০১
বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কে
বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইশা গেলগি (ছবি : ইউরো নিউজ)

উচ্চতা না থাকলে অনেক মানুষই এমন আছেন যারা প্রচণ্ড মাত্রায় কটূকথা শোনেন। আবার অতিরিক্ত উচ্চতারও সমস্যা কম নয়। তবে প্রসঙ্গটা যখন বিশ্বের সবচেয়ে লম্বা নারী হওয়ার; তার জীবন তো অনেকটা ব্যতিক্রম হবেই!

রুমেইশা গেলগি নামে বিশ্বের সবচেয়ে লম্বা এক নারীর খোঁজ মিলেছে ইউরোপের দেশ তুরস্কে। সবচেয়ে লম্বা হওয়ার সুবাদে গত কয়েক দিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ২৪ বছর বয়সী এই তরুণীর।

রুমেইশার উচ্চতা সাত ফুট ৭ ইঞ্চি। ২০১৪ সালে রুমেইশার বয়স যখন ১৮, তখনো বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তার। জন্ম থেকেই উইভার সিন্ড্রোমে আক্রান্ত এই তরুণী। উইভার সিন্ড্রোম এক ধরনের বিরল প্রজাতির জিনগত রোগ। এই রোগে আক্রান্তরা সাধারণত অস্বাভাবিক হারে বাড়তে থাকেন।

বিশ্ববাসীর কাছে কী বলতে চান রুমেইশা? উৎসাহের সুরে তিনি বলেন, উইভারের মতো জেনেটিক রোগ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি কাজ করব। মানুষকে এই সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে আমি চারিদিকে ছড়িয়ে দেব।

বর্তমানে নিজেকে সুন্দরভাবে পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন রুমেইশা। সবসময় দাঁড়িয়ে ঘুরতে ভালোবাসেন। অন্যান্যদের মতো বিষয়টিকে একটুও খারাপভাবে দেখেন না এই তরুণী।

আরও পড়ুন : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে নিন্দা যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, বিশ্বের সব চেয়ে লম্বা পুরুষও তুরস্কের বাসিন্দা। যার নাম সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড