• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক হত্যায় বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, ০৯:৪৯
সাংবাদিক হত্যায় বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন
ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম (ছবি : দ্য হিন্দু)

ভারতে সাংবাদিক হত্যা মামলায় বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩১ লাখ রুপি জরিমানা করেছেন দেশটির একটি আদালত। শুরুতে রাম রহিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক রণজিৎ সিং।

মূলত সেই সন্দেহের বশেই প্রতিহিংসা পরায়ণ হয়ে ২০০২ সালে তাকে গুলি করে খুন করা হয়। যেখানে সরাসরি জড়িত ছিল বিতর্কিত ধর্মগুরু রাম রহিম।

এ ঘটনায় তার সঙ্গে আরও চারজনকেও একই সাজা দেওয়া হয়েছে। তারা হলো- জশবীর সিং, কৃষণ লাল, অবতার সিং এবং সবদিল। এবার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি রাম রহিমকে ৩১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। আর বাকি দোষীদের ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে।

এই জরিমানার ৫০ শতাংশ অর্থ রণজিৎ সিংয়ের পরিবারের কাছে দেওয়া হবে। নৃশংস এ ঘটনায় জড়িত আরও একজন বছর খানেক আগেই মারা গেছে।

আরও পড়ুন : ভারতে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত বেড়ে ৩৮

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে রণজিৎ হত্যা মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত। এর মধ্যে দুজনকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সাল থেকে রোহতক জেলার কারাগারে রয়েছে রাম রহিম। আর সেখান থেকেই এদিন নিজের শাস্তির কথা জানতে পারে স্বঘোষিত এই ধর্মগুরু।

সূত্র : দ্য হিন্দু

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড