• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে ড্রোন হামলা ইয়েমেনের

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর ২০২১, ১৬:০০
সৌদিতে ড্রোন হামলা ইয়েমেনের
ড্রোন হামলা চালানো হচ্ছে (ছবি : রয়টার্স)

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। যদিও বুধবার (৬ অক্টোবর) বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে চালানো ওই হামলাটি সফলতার সঙ্গে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ।

প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে সৌদি জোটের ক্রমাগত আক্রমণের ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট হামলা চালানো হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সৌদির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিমানবন্দরের চার কর্মী সামান্য আহত হয়েছেন। ভয়াবহ ওই ঘটনার পর কিছু সময় বিমানবন্দরের সড়ক পুরোপুরি বন্ধ রাখা হয়। কিন্তু এখন আবার সবকিছু স্বাভাবিক আছে বলেই দাবি করা হচ্ছে।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। সৌদি জোটের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আবহা বিমানবন্দর বেসামরিক বিমানবন্দর। সেখানে হুথি বিদ্রোহীদের হামলা চালানোর ঘটনা যুদ্ধাপরাধের সামিল।

আরও পড়ুন : পাকিস্তানে ভূমিকম্পের আঘাতে নিহত ২০ (ভিডিয়ো)

জোটের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিমানবন্দরে হামলার প্রচেষ্টায় ব্যবহৃত হুমকির উৎসকে প্রতিহত করার জন্য তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে। ইয়েমেনের সাদা প্রদেশে ড্রোনের একটি লঞ্চিং সাইট ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড