• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেস প্রাঙ্গণে বোমা হামলায় নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১
সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেস প্রাঙ্গণে বোমা হামলায় নিহত ৮
বোমা হামলায় বিধ্বস্ত গাড়ির ধ্বংসাবশেষ (ছবি : রয়টার্স)

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর সদস্যসহ অন্তত আটজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে আক্রমণের ঘটনাটি ঘটে।

হামলার পরপরই বিবৃতির মাধ্যমে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাবের সশস্ত্র যোদ্ধারা ঘটনাটির দায় স্বীকার করেছে।

এ দিকে জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের বলেন, ভয়াবহ ওই হামলায় আরও সাতজন আহত হয়েছেন।

সোমালিয়া পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান গণমাধ্যমকে জানান, এবার হামলাকারীদের প্রধান লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্যালেস।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সীমান্তে মেক্সিকোর ১৪ সৈন্য আটক

বোমা হামলায় এক সৈন্যসহ আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই পুলিশ কর্মকর্তা বলেন, নৃশংস এই ঘটনার জন্য কেবল আল-শাবাবই দায়ী।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড