• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে হ্যামট্রাম্যাক শ্রম দিবসের উৎসব অনুষ্ঠিত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪
যুক্তরাষ্ট্রে হ্যামট্রাম্যাক শ্রম দিবসের উৎসব অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে হ্যামট্রাম্যাক শ্রম দিবসের উৎসব অনুষ্ঠিত হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে হ্যামট্রাম্যাক শ্রম দিবস উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

তিনদিন ব্যাপী ৪১তম বার্ষিক হ্যামট্রাম্যাক শ্রম দিবসের উৎসব গত শনিবার (৪ সেপ্টেম্বর) শুরু হয়। যা সোমবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হয়।

গেল চার দশক যাবত শহরের জোসেফ ক্যাম্পাউ এভিনিউয়ের প্রধান সড়কে উৎসবের সঙ্গে শ্রম দিবস উইকএন্ডটি উদযাপন করা হয়।

আয়োজকরা বলেছেন, ২০২১ সালে উৎসবের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। কার্নিভাল রাইড এবং মিডওয়ে বাচ্চাদের জন্য একটি দুর্দান্ত সময় হবে এটা যারা গত বছর মিস করেছিল। কিন্তু আমরা নিশ্চিতভাবেই সেই হ্যামট্রাম্যাকে সেই পুরানো অনুভূতি নিয়ে এসেছি।

আরও পড়ুন : কলকাতার বেপরোয়া নগরায়ণে শঙ্কায় বাংলাদেশ

তারা আরও বলেন, বিয়ার এবং মদ নির্বাচন, ব্যান্ড, এবং অবশ্যই ক্যানো রেস দীর্ঘদিন ধরে আমাদের ছোট্ট স্থানীয় উৎসবের একটি অংশ।

যথারীতি উৎসবে বিভিন্ন ধরনের খাবার, লাইভ মিউজিক, কার্নিভালসহ আরও অনেক কিছুই রয়েছে।

আরও পড়ুন : ‘গৌরবোজ্জ্বল ঐতিহ্যের মধ্যে দিয়েই বাংলাদেশের জন্ম’

উল্লেখ্য, রবিবার সন্ধ্যাটি হ্যামট্র্যাম্যাক পুনর্মিলন রাত হিসাবেও পরিচিত। যেখানে পুরানো বন্ধুদের সঙ্গে সকলের সাক্ষাৎ হয়। প্রতিদিন দুপুর থেকে রাত দশটা পর্যন্ত চলে এই উৎসব। সোমবার দুপুরে জনপ্রিয় “ক্যানো রেস” অনুষ্ঠিত হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড