• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী 

‘গৌরবোজ্জ্বল ঐতিহ্যের মধ্যে দিয়েই বাংলাদেশের জন্ম’

  কবির আল মাহমুদ, স্পেন

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২
‘গৌরবোজ্জ্বল ঐতিহ্যের মধ্যে দিয়েই বাংলাদেশের জন্ম’
ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছে স্পেনের মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় কূটনৈতিক কোর এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে “Bangladesh@50: Emerging Bangladesh Economy : Reflections on the Spain-Bangladesh Relations” শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মুতাসিমুল ইসলাম উপস্থাপনায় আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য রাখেন- স্বাধীনতা পদকপ্রাপ্ত লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, স্পেন প্রবাসী বাংলাদেশি লেখক ও কলামিস্ট চাকলাদার মাহবুব উল আলম, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নুরিয়া লোপেজ, স্পেনের সান্তিয়াগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সান্তিয়াগো ফেরনান্দেজ মসকেরা, বাংলাদেশে নিযুক্ত স্পেনের প্রথম রাষ্ট্রদূত আরতুরো পেরেজ মার্টিনেজ এবং স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি।

অনলাইন প্লাটফরমে যুক্ত হয়ে লে. কর্নেল (অব.) বীর প্রতীক কাজী সাজ্জাদ আলী জহির বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ বাস্তবায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে।

স্পেন প্রবাসী কলামিস্ট চাকলাদার মাহবুব উল আলম স্পেনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসনীয় অবদানের কথা উল্লেখ করে তিনি মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দানের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নুরিয়া লোপেজ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোষাক রফতানিকারক হলেও অন্যান্য শিল্প কারখানাও দ্রুতবেগে সম্প্রসারিত হচ্ছে। তিনি বাংলাদেশের দক্ষ জনশক্তি, সরকারি প্রনোদনা, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশের ভূয়সী প্রশংসা করে বিদেশিদের বাংলাদেশে অধিকতর বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের আহবান জানাচ্ছি।

আরও পড়ুন : করোনায় ৪৫ লাখ ৮৮ হাজার মৃত্যু দেখল বিশ্ব

প্রফেসর সান্তিয়াগো ফেরনান্দেজ মসকেরা বলেন, বাংলাদেশের জন্মই হয়েছে বাংলা ভাষার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের মধ্যে দিয়ে। স্প্যানিশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ভাষা যার গুরুত্ব বৈশ্বিক সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অধিক সংখ্যক বাংলাদেশিকে স্প্যানিশ ভাষা শিক্ষার আহবান জানান।

রাষ্ট্রদূত আরতুরো পেরেজ মার্টিনেজ তার দীর্ঘ কূটনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরো উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। তিনি দুদেশের মধ্যে সাংস্কৃতিক, ক্রীড়া, ভাষা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, অকুতোভয় মুক্তিযোদ্ধাদের অর্জন ও ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নারীর আত্মত্যাগ স্মরণ করে জীবিত সব মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার করোনা অতিমারি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে অর্থনীতির চাকাকে সচল রেখেছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মহামারি মোকাবিলায় জীবন ও জীবিকার সমন্বয় সাধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কর্তৃক গৃহীত ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি "প্রণোদনা কর্মসূচি", যা জিডিপি এর ৪.৫% এর বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে স্পেনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ ভার্চুয়াল মাধ্যমে এ সেমিনারে অংশ নেন।

আরও পড়ুন : ১৬৭ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু ভারতে

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড