• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার আমিরাতে ইহুদি স্কুল উদ্বোধন 

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০২০, ১৩:৩৫
এবার আমিরাতে ইহুদি স্কুল উদ্বোধন 
আমিরাতে ইহুদিদের জন্য স্কুল উদ্বোধন করছেন ইসরায়েলের শীর্ষস্থানীয় ইহুদি যাজক ইৎজাক ইউসেফ (ছবি : জেরুজালেম পোস্ট)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করার পর এবার কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে ইহুদি স্কুল স্থাপন করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় ইহুদি যাজক স্কুলটির উদ্বোধন করেন। এ সময় তিনি আমিরাতের রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন।

ইৎজাক ইউসেফ নামের ওই যাজক গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আমিরাতে পৌঁছান। কট্টরপন্থি হিসেবে পরিচিত এই যাজকের কোনো আরব দেশে এটিই প্রথম সফর।

ইসরায়েলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এ দুবাইয়ের নতুন এই ইহুদি স্কুল উদ্বোধনের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, সফরের অংশ হিসেবে আমিরাতের রাজধানী আবু ধাবিতে নতুন একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) উদ্বোধন করেন ইৎজাক ইউসেফ।

আরও পড়ুন : আজারবাইজানের হামলায় ১৪ হাজার সেনা নিহতের স্বীকারোক্তি আর্মেনিয়ার

সফরে আমিরাতের সহিষ্ণুতা, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। বিতর্কিত ওই চুক্তির পর আবু ধাবির হোটেলগুলোকে বাধ্যতামূলকভাবে ইহুদি খাবার রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এবার ইসরায়েলের নাম উল্লেখ না করেই আমিরাতে ব্যবসায়ের ক্ষেত্রে বিদেশিদের শতভাগ মালিকানার বিধান করে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় সর্বশেষ ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় আমিরাতি কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৮ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আরও পড়ুন : মুসলিম ব্রাদারহুডে যোগদান নিষিদ্ধ আল-আজহারের

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে- তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, সোমালিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, তিউনিসিয়া, ইরান ও সিরিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড