• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজারবাইজানের হামলায় ১৪ হাজার সেনা নিহতের স্বীকারোক্তি আর্মেনিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩
আজারবাইজানের হামলায় ১৪ হাজার সেনা নিহতের স্বীকারোক্তি আর্মেনিয়ার
আজারবাইজানের হামলায় নিহত আর্মেনিয় সেনার মরদেহ (ছবি : রয়টার্স)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া। দেশটির দাবি, টানা ৪৪ দিনের ওই যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনা প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন আরও ২২ হাজার ৪০০ জন। এছাড়া প্রায় এক হাজার সেনার এখনো কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইয়েরেভান থেকে স্থানীয় বার্তা সংস্থা আরান নিউজ রবিবার (২০ ডিসেম্বর) খবরটি জানিয়েছে। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দফতর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পড়তা তথ্য দেওয়া হচ্ছিল।

সাম্প্রতিক যুদ্ধে নাগোরনো-কারাবাখের কোন কোন অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন : তুরস্কে চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার তৈরি (ভিডিয়ো)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং ৪৪ দিন ধরে চলা এই সংঘর্ষে দু’পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়।

আরও পড়ুন : ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলা (ভিডিয়ো)

গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দু’দেশ; তবে তার আগে আজারবাইজান বেশকিছু এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যুদ্ধে আজারবাইজান তার পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড