• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলা (ভিডিয়ো)

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০২০, ০৮:৪১
ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলা (ভিডিয়ো)
রকেট হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলার খবর পাওয়া গেছে। রবিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানান শহরটিতে কর্মরত সাংবাদিকরা।

ইরাকের মাটিতে ইরানি সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তির প্রাক্কালে এমন হামলার খবর সামনে এলো।

রকেট হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন দূতাবাসের সি-র‍্যাম রকেট ডিফেন্স সিস্টেম চালুরও আভাস পেয়েছেন সংবাদকর্মীরা।

ঘটনার পরে ইরাকি সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়, ভয়াবহ এ হামলায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত নয় (ভিডিয়ো)

সামরিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন দূতাবাসের নিকটবর্তী অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অন্তত ৩টি রকেট ভূপাতিত হয়েছে। আর অন্য দুটি রকেট আঘাত হেনেছে পার্শ্ববর্তী আবাসিক এলাকায়।

ওই আবাসিক এলাকার ভবনে রকেট আঘাত হেনেছে বলে জানান এক স্থানীয় বাসিন্দা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সবাই চিৎকার করে কান্নাকাটি করছে।

এক সাংসদ জানিয়েছেন, তার বাড়িটিও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : এবার কৃষকদের মুখোমুখি হচ্ছেন মোদী

উল্লেখ্য, গত বছরও একাধিক ইরাকি স্থাপনা ও বাড়িকে লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালানো হয়। পশ্চিমা এবং ইরাকি কর্তৃপক্ষ এ হামলার জন্য বরাবরই ইরানপন্থি উগ্রবাদীদের দায়ী করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড