• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুসলিম ব্রাদারহুডে যোগদান নিষিদ্ধ আল-আজহারের

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০২০, ১০:৫১
মুসলিম ব্রাদারহুডে যোগদান নিষিদ্ধ আল-আজহারের
মুসলিম ব্রাদারহুডের আন্দোলনরত জনতা (ছবি : আল-জাজিরা)

ইসলামি শরিয়াহ অনুযায়ী মুসলিম ব্রাদারহুড এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আল-আজহার ফতোয়া গ্লোবাল সেন্টার। কারণ হিসেবে তারা স্রষ্টা বিভাজন ও মতবিরোধকেই দেখিয়েছে।

মিশরিয় মিডিয়া আল-ওতান আল-আজহারের উদ্ধৃতি দিয়ে বলছে, স্রষ্টা এমন কোনো পথ অনুসরণ করতে নিষেধ করেছেন, যা তাদের সত্যের পথে পরিচালনা করতে বাধা দেয়। এক মাত্র কুরআন ও সন্নাহের ভিত্তিতে জীবন পরিচালনা করলে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়।

আল-আজহারের ফতোয়া গ্লোবাল সেন্টার আরও জানায়, এসব গোষ্ঠী বিভিন্ন গ্রন্থ বিকৃত করে তাদরে কাজ পরিচালনা করে। এতে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হয়। তাই এসব উগ্রপন্থি দলে যোগদান করা শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ।

আরও পড়ুন : আজারবাইজানের হামলায় ১৪ হাজার সেনা নিহতের স্বীকারোক্তি আর্মেনিয়ার

এ ব্যাপারে ইসলামি রিসার্স একাডেমির সদস্য আবদুল্লাহ আল-নাজ্জার বলেছেন, আইনিভাবে সন্ত্রাসী ব্রাদারহুডে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই দলটি স্রষ্টার আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে। পাশাপাশি দলটি অনৈতিকতা ও আগ্রাসনে সহযোগিতা করে।

আরও পড়ুন : বিশ্বে করোনায় ৭ কোটি ৭১ লাখ মানুষ আক্রান্ত

ইতিহাসে প্রথমবারের মতো এধরনের ফতোয়া দিল আল-আজহার বলে মন্তব্য করেছেন ধর্মীয় ও ইসলামিক আন্দোলন বিষয়ক গবেষক হুসেন আল-কাদী।

সূত্র : আরব নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড