• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলে নেতানিয়াহুর বাড়ির সামনে ভয়াবহ বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২০, ১৫:৪৯
ইসরায়েলে নেতানিয়াহুর বাড়ির সামনে ভয়াবহ বিক্ষোভ
ইসরায়েলের সড়কে বিক্ষোভরত জনতা (ছবি : আল-জাজিরা)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে তারা অবস্থান করবেন।

এরই মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ খেতাব দিয়েছেন। খবর আল-জাজিরার।

শনিবার (১২ ডিসেম্বর) বিক্ষোভকারীরা ইসরায়েলজুড়ে প্রতিবাদ করেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ২৫ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। এছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ।

এবার অন্তত দুই হাজার বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হন। এছাড়া সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বিশাল সামরিক বাজেট পাস

তারা অঙ্গীকার ব্যক্ত করেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে কেউই ঘরে ফিরবেন না।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে ২৭ জন গ্রেপ্তার হন। এরপর বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেন।

আরও পড়ুন : মোদীর চালে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করল ভুটান

তারা বলেছিলেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাইর এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড